Home » পত্র বা চিঠি লেখার নিয়ম How To Writer In Letter In Bangla pdf img download

পত্র বা চিঠি লেখার নিয়ম How To Writer In Letter In Bangla pdf img download

পত্র বা চিঠি লেখার নিয়ম How To Writer In Letter In Bangla pdf img download

 

 

সবাই কেমন আছেন। ভালোই আছেন জানি। আজকে নতুন টিপস নিয়ে চলে আসলাম।

পত্র বা চিঠি কি ?

কোনো ব্যক্তির কাছে মনের ভাব প্রকাশ করে কোনো বিষয় নিয়ে লেখাকেই পত্র লিখন বলে।

 

পত্র লেখার ক্ষেত্রে যে বিষয়ে সজাগ থাকতে হবে

 

ক . পত্রের ভাষা হবে সহজ – সরল ।

খ . কঠিন ভাষারীতি পরিত্যাগ করা উচিত ।

গ . বিষয় অনুযায়ী পত্রের প্রচলিত নিয়ম রীতি মানা দরকার ।

ঘ. হাতের লেখা পরিষ্কার ও স্পষ্ট হওয়া উচিত ।

ঙ. যথাস্থানে নাম , ঠিকানা লিখতে হবে ।

 

যে সব বিষয় পত্রে অন্তর্ভুক্ত থাকবে

 

ক . পত্র লেখার স্থান ।

খ . পত্র প্রেরণের তারিখ ।

গ . সম্বোধন ।

ঘ . পত্রের বক্তব্য বিষয় ।

ঙ . পত্র লেখকের নাম ও স্বাক্ষর ।

চ . খামের ওপর প্রাপকের নাম ও ঠিকানা ।

 

পত্রলেখার সময় নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে

 

★পত্রের বক্তব্য সুস্পষ্ট হতে হবে ।

★ সহজ – সরল ও বিষয়ভিত্তিক ভাষায় পত্র লিখতে হবে ।

★পত্রের ভাষা হবে প্রাঞ্জল ও বলিষ্ঠ ।

★পত্র হবে সংক্ষিপ্ত পূর্ণার্থ বা স্বয়ংসম্পূর্ণ ।

★পত্রের প্রকাশভঙ্গি হবে আকর্ষণীয় ৷

★ পত্র লেখার পদ্ধতি মেনে চলতে হবে ।

★ সর্বপ্রকার বাহুল্য বর্জন করতে হবে ।

★ভাষ্য প্রয়োগে শুদ্ধতা থাকতে হবে ।

See also  ২০২২ সালের সকল শ্রেণীর বই PDF ডাউনলোড করুন

 

1 thought on “পত্র বা চিঠি লেখার নিয়ম How To Writer In Letter In Bangla pdf img download”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top